বিলাইছড়িতে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন ইউএনও সিফাত উদ্দিন
সুজন কুমার তঞ্চঙ্গ্যা।রাঙ্গামাটি জেলা প্রতিনিধিঃ-
বিলাইছড়িতে উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করলেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মো. সিফাত উদ্দিন। রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ঃ৩০ মিনিটে উপজেলা নির্বাহী অফিসার এঁর নিজ কার্যালয়ে মত বিনিময় করা হয় ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা, সাধারণ সম্পাদক সুজন কুমার তঞ্চঙ্গ্যা এবং অর্থ সম্পাদক অসীম চাকমা। এতে, কলেজ স্থাপন ও চালু, শিক্ষা, যোগাযোগ, উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, চিকিৎসা সেবা উন্নয়ন, দুর্নীতি, অনিয়ম এবং সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বিষদ আলোচনা ও মত বিনিময় হয়।