প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার

আগুনে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার। নড়াইলে অগ্নিকাণ্ডে একটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পৌছানোর আগে স্থানীয়রা আগুন নেভায়। কিন্তু ততক্ষণে একটি ঘর পুড়ে চাই হয়ে যায়। বিদ্যুতিক শটসার্কিটে এ অগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। মঙ্গলবার (১৪ নভেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় নেতৃবৃন্দ পুড়ে যাওয়া আগুনের বাড়িঘর পরিদর্শন করেন। এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা ও জেলা প্রশাসকের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেওয়া হয় এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুকের পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়েছে বলে জানা যায় এবং তিনি সব সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সব সময় থাকবেন বলে আশ্বস্ত করেন। ক্ষতিগ্রস্ত সুকান্ত বিশ্বাস বলেন, আগুন আমাদের সব শেষ করে দিয়েছে। আমরা এখন কীভাবে বাঁচবো। বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক বলেন, আগুনে একটি ঘর পুড়ে গেছে। এতে তাদের প্রায় ৮থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ক্ষতিগ্রস্ত লোকদের শান্তনা দেন। তিনি বলেন যারা এই বসত বাড়ির মালিক তাদের অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের পাশে আছি, আপনারা চিন্তা করবেন না। আপনাদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে এছাড়া ইউপি চেয়ারম্যান তো আছেন তিনিও আপনাদের সর্বাত্মক সহায়তা করবেন। ক্ষয়ক্ষতির পরিমান অনেক যা এই মুহূর্তে নিরুপন করা সম্ভব নয়। আগুনের লেলিহান শিখা দেখে আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। আগুনে ঘরের টিনগুলো পর্যন্ত ঝলসে গেছে। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সাংবাদিকদের জানান, আমরা পুড়ে যাওয়া সুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘর পরিদর্শন করেছি। আগুন লেগে একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আমি উপজেলা প্রশাসন থেকে নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেছি। তিনি আরও বলেন, জেলা প্রশাসক পক্ষ থেকে তাদের ১০ হাজার টাকা নগদ সহায়তা করেন এছাড়াও তিনি বলেন জেলা প্রশাসকও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন। এই ব্যাপারে স্থানীয় লোকজন বলেন, জীবনে এই রকম আগুনের শিখা দেখেনি, আল্লাহর অশেষ রহমতে শেষ পর্যন্ত সকলের সহযোগিতায় এবং তাদের নিরলস প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়েছে। এর আগে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক ১৩ নভেম্বর রাতে ঘটনা স্থল পরিদর্শন করেন। নড়াইল স্টেশন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন