প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭ মামলা, জরিমানা আদায়

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ৭ মামলা, জরিমানা আদায় । গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর বাজারে(বাইশর বাজারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ আইনে পৃথক সাতটি মামলায় ৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৪ নভেম্বর) উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া থানার সঙ্গীয় ফোর্স নিয়ে বিকেলে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের বাশাইর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্টেট উম্মে হাফছা নাদিয়া অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর ০৬ ধারায় দুই ব্যবসায়ীকে দুইটি মামলায় তিন হাজার টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় একজনকে ১টি মামলায় এক হাজার টাকা এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ও ২৯১ ধারায় চার জনকে চারটি মামলায় চার হাজার টাকা জরিমানা করেছেন। মোট ৭টি মামলায় নয় হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রসিকিউটর দের প্রসাদ মিত্র, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, কালীগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্য উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন