প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

সলঙ্গায় দুই সন্তানের জননী কে নিয়ে উধাও ব্যাবসায়ী আমিনুল

সলঙ্গায় দুই সন্তানের জননী কে নিয়ে উধাও ব্যাবসায়ী আমিনুল।  সিরাজগঞ্জের সলঙ্গার নলকা ইউনিয়ন এর এরান্দহ গ্রামের স্যানিটারী ব্যাবসায়ী আমিনুল (৫০) দুই সন্তানের জননীকে নিয়ে উধাও হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায় গত (৯ নভেম্বর) বৃহস্পতিবার এরান্দহ গ্রামের বাদুলী মন্ডল এর ছেলে দুই সন্তানের জনক এরান্দহ বাজারের স্যানিটারী ব্যবসায়ী আমিনুল, পার্শবতি গ্রাম নলকার আব্দুর সত্তার এর ছেলে শাহাদত এর স্রী রুমা খাতুন (৩৫) কে নিয়ে পালিয়েছে এতে এলাকা জুরে চলছে নানান গুনজন স্থানীয়রা জানান রুমা খাতুন তার ৫ বছর ও ৮ বছরের দুই কন্যা সন্তান রেখে ভালবাসার টানে ব্যবসায়ী আমিনুলের সাথে পালিয়ে গেছে ৫ দিন হলো কিন্ত তাদের কোন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবিষয়ে স্বামী শাহাদত হোসেন স্রী রুমা খাতুন ও তার প্রেমিক আমিনুলের নামে দুই লক্ষ টাকা গহনা ও একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে বলে গত ১১ নভেম্বরে সলঙ্গা থানায় গিয়ে একটি সাধারন ডাইরি করেছে। অপর দিকে পালিয়ে যাওয়া জীবন সঙ্গীকে ফিরে পেতে এবং দুই সন্তানের ভবিষ্যৎ এর কথা চিন্তা করে স্বামী শাহাদত এলাকার বিভিন্ন সমাজপতিদের কাছে ধর্নাও দিচ্ছে। এদিকে এরেন্দহ গ্রামে গিয়ে জানাযায়, আমিনুল ইসলাম আগে থেকেই খারাপ চরিত্রে ছিলো, প্রথম বিয়েটাও ভালোবেসে করেছিলো। এভার দুই কন্যা সন্তানের জননীকে ভালোবাসার ফাঁদে ফেলে নিয়ে পালিয়ে গেছে। এদিকে স্বামীর এই কান্ড জানতে পেরে আমিনুলের এর প্রথম স্রী ষ্টোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান এলাকাবাসী এবিষয়ে আমিনুল ইসলাম এর বড় ভাই রফিক মাষ্টার এর সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি বলেন আমরা উভয় পক্ষ মিলিত হয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি এবং এলাকায় একটি ধর্মীয় ইসলামি জালছা থাকার করনে মিমাংসার কাজ পিছানো হয়েছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন