প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মায়ের কোলে ফেরা হল না শিশু মুশফিকের

মায়ের কোলে ফেরা হল না শিশু মুশফিকের ।বগুড়ার শাজাহানপুরে মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত এক বাসের ধাক্কায় প্রাণ হারাল তৃতীয় শ্রেণির ছাত্র মুশফিকুর রহমান শোয়াইব। নিহত শিশু
বগুড়া পৌরসভা ১৩নং ওয়ার্ডের সুজাবাদ সড়কপাড়া গ্রামের সৌদি প্রবাসী শফিকুল ইসলামের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি ব্র‍্যাক স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় সুজাবাদ ঢাকা-বগুড়া মহাসড়ক বনানী বাইপাস রাস্তার সুজাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান; শিশু শোয়াইব মহাসড়ক সংলগ্ন বাড়ি থেকে রাস্তার বিপরীত পাশে দাড়িয়ে ছিল। এমতাবস্থায় বাড়ি থেকে তার মায়ের ডাকে সাড়া দিতে গিয়ে হঠাৎ অসাবধানতাবশত রাস্তা পারাপারের সময় একটি অজ্ঞাত বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু শোয়াইব নিহত হয়। এঘটনায় শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান; ঘাতক বাসটির কোন তথ্য পাওয়া যায়নি। নিহত শিশুর মরদেহ প্রাথমিক তদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন