প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পাটগ্রাম- হাতীবান্ধায় আসনে একজন মানবিক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন

পাটগ্রাম- হাতীবান্ধায় আসনে একজন মানবিক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন লালমনিরহাট-১ পাটগ্রাম- হাতীবান্ধায় আসনে একজন মানবিক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি। পাটগ্রাম -হাতীবান্ধা আসনে একজন সফল, জনবান্ধব ও দায়িত্বশীল মানবিক ব্যক্তি বর্তমান সংসদ সদস্য এবং লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন। তিনি নির্বাচিত হওয়ার পর থেকেই পাটগ্রাম হাতীবান্ধায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ অব্যহত রেখে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত, সকলের প্রিয়মুখ পাটগ্রাম হাতীবান্ধা আসনে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। সকলের মনিকোঠায় তিনি অপ্রতিরোধ্য সংসদ সদস্য হিসাবে নির্বাচিত। যার পরিপেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে তার দুই উপজেলার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে পরিচালনা করতে সক্ষম হয়েছে। পাটগ্রাম হাতীবান্ধার সার্বিক পরিস্থিতি নিয়ে এমপি মোতাহার হোসেন জানান যে, আমি বঙ্গবন্ধু আদর্শে আদর্শিত হয়ে আওয়ামী লীগ করে আসতেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এছাড়া আরও বলেন, সকলের আন্তরিক দোয়া ও নিরলস ভালোবাসায় পাটগ্রাম হাতীবান্ধার সার্বিক উন্নয়ন অব্যহত আছে এবং আগামীতে ও থাকবে ইনশাল্লাহ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন