প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যাওয়া দাকোপের সুতারখালী ইউনিয়ন আওয়ামিলীগ কর্মী দেবদাসের আর বাড়ি ফেরা হলো না

খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যাওয়া দাকোপের সুতারখালী ইউনিয়ন আওয়ামিলীগ কর্মী দেবদাসের আর বাড়ি ফেরা হলো না । খুলনায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে যাওয়া দাকোপের সুতারখালী ইউনিয়ন আওয়ামিলীগ কর্মী দেবদাসের আর বাড়ি ফেরা হলো না। সমাবেশে যাওয়া নেতাকর্মীরা জানান মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র খুলনায় গতকালকের বিভাগীয় সমাবেশে যোগ দিয়েছিলো দেবদাস। সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে নলিয়ান লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় দুর্ঘটনাবসত নদীতে পড়ে যায় দেবদাস নামের সুতারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় এই কর্মী। দেবদাসের সাথে থাকা নেতাকর্মীরা সাথে সাথে নদীতে নেমে তাকে অনেক খোঁজাখুঁজির করার পরেও এখনও খুঁজে পাওয়া যায়নি দেবদাসকে। তারা আরো বলেন আমরা তো খুজেছি তাছাড়া ফায়ার ব্রিগেট, স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্থানীয় প্রশাসন উদ্ধার তাৎপরতা চালিয়ে যাচ্ছে, এক্ষেত্রে স্থানীয় সর্বসাধারণ বিশেষ করে শিবসা নদীর দু’কুলের মানুষের সহযোগিতা কামনা করছি। দাকোপ উপজেলা আওয়ামী পরিবারের প্রত্যেকটি সদস্য এবং দাকোপের জনগন দেবদাসের উদ্ধারে নদীতে ট্রলার যোগে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া দাকোপের আওয়ামিলীগ পরিবার দেবদাসের পরিবারের পাশে থেকে শান্তনা ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। দাকোপ উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ও দেবদাসের স্ত্রী কল্পনা সরকার আহবান জানান শিবসা নদীর উপকূলে যারা আছেন কেউ যদি এরকম ব্যক্তির লাশ দেখতে পান, তাহলে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। মোবাইল নং-01910-948031এছাড়াও হারিয়ে যাওয়া দেবদাস নামের ব্যাক্তির উদ্ধার অভিযান পরিচালনা করছেন স্থানীয় কালাবগী যুব ফাউন্ডেশনেরনের সদস্যরা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন