প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রায়পুরায় ভোগদখলীয় জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়পুরায় ভোগদখলীয় জমি অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন , রায়পুরা নরসিংদী রায়পুরায় ক্রয়কৃত ভোগদখলীয় জমিতে অবৈধভাবে দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা। গতকাল বিকেলে রায়পুরা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির মালিক মোঃ হারুন রশিদ ভূইয়া। তিনি বলেন, আমি ১৯৯৭ সালে উপজেলা পলাশতলী ইউনিয়নের মেথিকান্দা মৌজার এস.এ ১৬৭৮ দাগে ও আর.এস ৩৯৪৯-৩৯৫০ দাগে ১৩.২৫ ডিসিম জমি। এবং ২০০৩ সালে একই দাগে ১০১১৬ দলিল নাম্বারে ৫.৫০ ডিসিম জমি মোট ২২ ডিসিম জমি প্রকৃত মালিকের কাছ থেকে ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে উক্ত জমি ভোগদখল করে আসছি। এবং আমার বৈধ জায়গায় আমি বিদুৎ মিটারসহ দুটি ঘর নির্মাণ করি। এবং সেখানে ভাড়াটিয়া থাকতো। আমার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল বাসেত ২০০৭ সালে একই দাগে অবৈধভাবে ৫.৫০ ডিসিম অবৈধ জায়গা ক্রয় করে । তা আমি জানলে ১ম পক্ষের অনুকূলে কাছে ৫.৫০ ডিসিম জায়গা খারিজ প্রদান করিলে। ২য় পক্ষ মিথ্যা সংশোধনী ৬২৮৬ দলিল নাম্বার মূল মালিকের অনুকূলে এ ভুমি নেই। অন্যের ভূমির আরএস ৩৯৪৩ ও ৩৯৪৪ দাগে দলিল দাখিল করে আমার নামজারী বাতিলের জন্য আবেদন করে। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা অন্যের জমি ক্রয় দেখিয়ে আমার নামজারী বাতিল করে। পরে দুই পক্ষের সমন্বয়ে মাধ্যমে জমি খারিজ করার জন্য বলেন। পরবর্তী সময় আসার আগেই পলাশতলী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আদেশটি গোপন রেখে ২য় পক্ষকে জমি খারিজ করে করে দেন। আমি এ বিষয়ে জানার পর ২য় পক্ষের খারিজের বিরুদ্ধে নরসিংদী অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে আপিল মোকদ্দমা দাখিল করি যার মামলা নং- ২২৭/২৩। এ মামলা চলমান থাকা অবস্থায় আমার প্রতিপক্ষ আব্দুল বাসেত রায়পুরা থানা থেকে পুলিশ এনে আমার বাড়িতে ভাড়াটিয়াকে হুমকি দেন বাড়ি ছেড়ে দেওয়ার জন্য। পরে ভাড়াটিয়া বাড়ি ছেড়ে চলে গেলে রাতের আধারে আব্দুল বাসেত তার গংরা অবৈধভাবে বাড়িতে প্রবেশ করে আমার প্রকৃত ক্রয়কৃত জমির উপর থেকে বিদুৎতের মিটার দুই ঘরে মালামাল লুট করে ও দুটি ঘর ভাঙিয়া নিয়ে যায়। এবং সম্পূর্ণভাবে জমি অবৈধভাবে দখল করেন। এ জমির মালিকানা বিষয়ে বিভিন্ন সময়ে সালিশী বৈঠকে আব্দুল বাসেত তার দাবির স্বপক্ষে কাগজপত্র দেখানোর কথা বলা হলেও তিনি তা দেখাতে ব্যর্থ হয়েছেন। তিনি আরও বলেন, এ স্বাধীন রাষ্ট্রে আমার বৈধ ক্রয়কৃত জমি আব্দুল বাসেত ও তার গংরা অবৈধভাবে দখলের দায়ে আমি এ সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সঠিক তদন্তের মাধ্যমে আমার বৈধকৃত জমি ফেরত দেওয়ার জন্য আইন প্রশাসনের কাছে সাহায্যের দাবী জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন