প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নেত্রকোণার পূর্বধলা থানার মধুনাল গ্রামে অনুমতি বিহীন যাত্রা পালা মদ জোয়ার আসর এলাকা বাসির খোব

নেত্রকোণার পূর্বধলা থানার মধুনাল গ্রামে অনুমতি বিহীন যাত্রা পালা মদ জোয়ার আসর এলাকা বাসির খুব । মহিউদ্দিন তালুকদার। নেত্রকোণা জেলার পূর্বধলা থানার আগিয়া ইনিয়ন গ্রাম মধুনাল এ যাত্রা পালা গরিবের ছেলে, আয়োজন হয়। যাত্রা পালাকে কেন্দ্র করে গত ১১.১২.২৩, শনিবার দুর দুরন্ত হতে মানুষের সমাগম ঘটে, যাত্রার আড়ালে মদ জুয়া সহ মাদক, সেবন চলে , জানা যায় , এ সময় এ যাত্রা পালায় শুভ উদ্ভোদন করেন, স্হানীয় চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী স্হানীয় লোকজন, এ বিষয়ে খুব প্রকাশ করেন, যাত্রাও মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ি দের সমাগমও হয়।লোক সমগমে ছোট, ছোট, বিসৃখলা সৃষ্টি হয়, নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীরা বলেন, এদিকে যাত্রা হচ্ছে, ঐ দিকে মদ, জুয়া, নারী সংক্রান্ত সব হচ্ছে, দেখার কেও নেই , কিভাবে এ যাত্রা হয়, আমরা বুঝিনা। যাত্রা কমেটির একজন এর সাথে দেখা করলে তিনি জানায়, স্হানিয় সাংবাদিকরা তো এখানে আছে তারা কিছু বলছেনা। আমি কমেটির লোকজন দের বলছি আসতে কিন্তু তারা কেহ সাংবাদিকদের সামনে আসেনি। এ বিষয়ে স্হানিয় চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরী বলেন প্রশাসনের সাথে মৌখিকভাবে অনুমতি আনা হয়েছে তিনি যাত্রা না, নাটক করছি, মানুষকে বিনোদন দিচ্ছি। এ বিষয়ে পুর্বধলা থাবার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যান অনেক দিন আগে লিখিত ভাবে আমাকে জানায় আমি অনুমতি দেইনি নিষেধ করছি, কোথায় হচ্ছে এ যাত্রা আমি এখনই চেয়ারম্যান কে ফোন দিচ্ছি, বন্ধ করার জন্য। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইউ এন ও বলেন, অনুমতি ছাড়া মৌখিকভাবে কোন যাত্রা হতে পারেনা। মৌখিকভাবে কি ভাবে হয়। আমাকে জানালে আমি আইন অনুক ব্যবস্থা নিতাম আমরা দিন রাত জনগনের সেবার জন্যই আছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন