প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

সুনামগঞ্জ জেলা প্রশাসক’র সহায়তায় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি’র উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাউল বিতরণ

সুনামগঞ্জ জেলা প্রশাসক’র সহায়তায় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি’র উদ্যোগে অসহায় মানুষের মধ্যে চাউল বিতরণ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সহযোগিতায় জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটির সভাপতি এম এ ওয়াদুদের প্রচেষ্টায় সুনামগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন সহ গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। ১৩ নভেম্বর সোমবার বিকাল ৩ টার দিকে সুনামগঞ্জ পৌরসভা ও ইউনিয়ন সহ সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গুচ্ছগ্রামে ১০০ শত দুস্ত অসহায় মানুষের মাঝে চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ভুমিহীন অধিকার সোসাইটি সুনামগঞ্জ জেলা সভাপতি এম এ ওয়াদুদ ও সাধারণ সম্পাদক ইফতিয়াজ সুমন , বীর মুক্তিযোদ্ধা হারিছ উদ্দিন, এবং বাংলাদেশ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী হাসান, মোকাব্বির হোসেন জয়, এমদাদ হাসান স্বাধীন প্রমুখ। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে, দল মত নির্বিশেষে সবাই কে ঐক্য বধ্য হয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে। এম এ ওয়াদুদ বলেন চাউল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন পরিশেষে বাস্তহারালীগের সভাপতি বলেন আমাদের প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনার আমলে কোন অসহায় মানুষ না খেয়ে তাকতে পারেনা, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, আওয়ামীলীগ সরকারের আমলে যে স্রোত বিহীন উন্নয়ন হয়েছে তা কল্পনার মতো মনে হয়। যা স্বাধীনতা সংগ্রামের পর থেকে এমন উন্নয়ন আর হয়নি। ১০০% বিদ্যুৎ, শিক্ষা এবং চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থার যা ভাবাও দ্রুস্কর শুধু তাই নয় ভূমিহীন পরিবার কে ঘর দেওয়া থেকে শুরু করে এমনকি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিজস্ব তহবিল থেকে চাউল দিয়েছেন। তাই আসুন আমরা কাঁদে কাঁধ মিলিয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী বিশ্ব নেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন