প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কলাজুরা আপ্তাব মিয়া উচ্চবিদ্যালয়ের চারতলা ভিত ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে অনুষ্টিত

কলাজুরা আপ্তাব মিয়া উচ্চবিদ্যালয়ের চারতলা ভিত ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে । মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১০নং দক্ষিণ ভাগ,দক্ষিণ ইউনিয়ন কলাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের বিশিষ্ট একাডেমিক ভবনের চারতলা ভিত ঊর্ধ্বমুখী সম্প্রসারণের শুভ উদ্বোধন ও সুধী সমাবেশে একথা বলেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন (এমপি)। হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নরুল ইসলাম শাহিন এর সভাপতিত্বে, শিক্ষক আব্দুল হামিদ এর সঞ্চালনায় উক্ত সমাবেশে শুরু হয় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়েব আহমদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ বড়লেখা,মোঃ আরেফিন খান,নির্বাহী প্রোকৌশলী,শিক্ষা অধিদপ্তর, মৌলভীবাজার, মোঃ আজির উদ্দিন, চেয়ারম্যান ১০নং দক্ষিণ ভাগ (দঃ)ইউ.পি। হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা,বড়লেখা। এসময় প্রধান অতিথি বলেন দেশকে এগিয়ে নিতে শিক্ষার প্রয়োজন,যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত শিক্ষা ছাড়া কোন উপায় নেই, শিক্ষাই জাতির মেরুদণ্ড, উক্ত সমাবেশে আরো বক্তব্য দেন সুব্রত কুমার দাস (শিমুল) সভাপতি ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ। আফাজ উদ্দিন( বুড্ডু) সাধারণ সম্পাদক ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ। শাহাবুদ্দিন সভাপতি, ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগ,রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগ। ইমরান হোসাইন সভাপতি বড়লেখা উপজেলা ছাত্র লীগ। মাসুম আজির আহমদ, সাবেক সভাপতি ১০নং দক্ষিণ ভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্র লীগ, ও আরো অনান্য নেত্রী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন