প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

খুলনার জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী লক্ষ্য লক্ষ্য জনতার ঢল

খুলনার জনসভা মঞ্চে প্রধানমন্ত্রী লক্ষ্য লক্ষ্য জনতার ঢল।

হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । ছবি – বাংলাদেশ সমাচার

একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্ধোধন উপলক্ষে খুলনা জেলাও মহানগর আওয়ামী লীগের আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ১৩ ই নভেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে তিনি সভামঞ্চে উপস্থিত হন।

এর আগে বেলা-১ টায় হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনায় আসেন প্রধানমন্ত্রী। জেলা স্টেডিয়াম হেলিপ্যাড থেকে সার্কিট হাউজে খুলনা বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। পরে সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগরও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

এর প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে উঠে খুলনার রাজপথ। সোমবার সকাল -৭ টা থেকে নগরীর বিভিন্ন পয়েন্ট থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গও সহযোগী সংগঠনের নেতা- কর্মীরা ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে জনসভাস্থলে প্রবেশ করে। এর মধ্যে কোনো কোনো অঞ্চলের নেতা-কর্মীরা আলাদা পোশাকে জনসভাস্থলের সৌন্দর্য বাড়িয়েছেন ।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী হলুদ টিশার্টে সাজিয়ে দেন পুরো জনসভা। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাদের ঐক্যবদ্ধতার কথা জানান। বিভিন্ন ব্যানার, ফেস্টুন, ব্যাচ, প্লেকার্ডসহ নগরীর মূল সড়ক ও অলিগলি দিয়ে মিছিল আসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নগরীর সার্কিট হাউজ মাঠসহ আশপাশের রাস্তায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়বার মত।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন