প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি

নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে বসতঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষতি।

নড়াইলে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ১৩ নভেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকার সময় নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের রুখালী পূর্বপাড়া রাজবংশী বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাস এলাকার বিকাশ বিশ্বাসের দুই ছেলে। এ দুর্ঘটনায় শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক।

তিনি বলেন, আনুমানিক সন্ধ্যা ৭‘টার দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে শুকান্ত বিশ্বাস ও বিকান্ন বিশ্বাসের ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ সময় বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হিমায়েত হুসাইন ফারুক শুকান্ত বিশ্বাসও বিকান্ন বিশ্বাসের পরিবারের হাতে নগত ১০ হাজার টাকা তুলে দেন এবং তাদেরকে আশ্বস্ত করেন তাদের নতুন করে ঘর নির্মাণ করতে সর্বত্র সহায়তা করবেন।

নড়াইল স্টেশন ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোঃ মাহবুব আলম জানান বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ওই বসতঘরে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে যাই। সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘরটিতে মালামালসহ প্রায় ৮ লাখ টাকার জিনিসপত্র ছিল‘ ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন