প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

বীরগঞ্জ উপজেলায় এনজিও মাসিক সভা অনুষ্ঠি

বীরগঞ্জ উপজেলায় এনজিও মাসিক সভা অনুষ্ঠিত। সোমবার দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় জিও এনজিও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ ফজলে এলাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জিল্লুর রহমান। সভায় বীরগঞ্জ উপজেলায় কার্যরত এনজিওদের মধ্যে ব্রাক,আশা, বেইসমিতালী, জামতলী জনকল্যাণ সমিতি (জেজেএস), ওয়ার্ল্ডভিশন, কারিতাস,মানবকল্যাণ পরিষদ,কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড দ্বীপশীখা,গুডনেইবরস সহ উপজেলায় কর্মরত প্রায় ছত্রিশটি এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভায় গুডনেইবর এনজিও তাদের কার্যক্রমের বিস্তারিত প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন। সরকারের সকল উন্নয়ন কর্মকান্ডে এনজিওদের ব্যাপক ভুমিকা রাখার কারণে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী সকল এনজিওকে ধন্যবাদ জানান।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন