প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মীর মশাররফ হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মীর মশাররফ হোসেন জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান । কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধু রচয়িতা, অমর কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেন এর ১৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে ২ দিন ব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাঠিখেলা ও গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে । (১৩ ই নভেম্বর) সোমবার বিকেল ৪ ঘটিকায় চাপড়া ইউনিয়নের লাহীনিপাড়া মীর মশাররফ হোসেন এর বাস্তভিটায় এই আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. এহতেশাম রেজা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের , কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগর, লেখক ও গবেষক ড. আমানুর আমান, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ শিশির কুমার রায়, কবি আলম আরা জুই, কবি সৈয়দ সাদিক, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) আমিরুল আরাফাত, চাপড়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মনজু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন