প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

আশুলিয়ায় বাদীপক্ষ কে পিটিয়ে জখম করলেন আসামীপক্ষ,,নিরব প্রশাসন

আশুলিয়ায় বাদীপক্ষ কে পিটিয়ে জখম করলেন আসামীপক্ষ,,নিরব প্রশাসন । ঢাকা জেলার সাভারের আশুলিয়া থানায় পাওনা টাকা আত্নসাৎ করার অভিযোগে অসহায় এক নারী বাদী হয়ে,প্রতারক(১) সালাম সিকদার (৬০) পিতা মৃত দবীর সিকদার(২)সিরাজ সিকদার পিতা মৃত দবীর সিকদার(৩) জামাল আকন পিতা মুক্ত আকন(৪)আরব আলী পিতা আজিজ সিকদার সর্ব সাং চর বাছামারা সিকদারকান্দী থানা শিবচর জেলা মাদারীপুর( বর্তমানে বাইপাইল বসুন্ধরা )গং এর বিরুদ্ধে একটি লিখিত সাধারণ ডায়েরী জিডি করেন যাহার জিডি নং(৪৯১)জিডিই তার কাল হলো,জিডি করার সংবাদ পেয়ে বিবাদী পক্ষ অবৈধ শক্তি প্রয়োগ করে ক্ষমতার দাপটে বাদী রাবেয়া ও তার কন্যা কে পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছেন,অতপর বিবাদী সালাম সিকদার গং এর সন্ত্রাসী কর্মকান্ড তুলে ধরে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পুনরায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বাদীপক্ষ রাবেয়া খাতুন।অভিযোগ দায়ের করলেও পুলিশকে তোয়াক্কা না করে হুমকি দিয়ে চলেছেন আসামীপক্ষ রা,তবে এ ব্যাপারে পুলিশের নেই কোনো পদক্ষেপ,থানায় অভিযোগ বা জিডি করে বিপাকে পড়েছেন বাদীপক্ষ অসহায় রাবেয়া। অভিযোগ সুত্রে জানাজায়,বাদীপক্ষের স্বামী জুট এর ব্যবসা করতে আশুলিয়া থানার নিকটস্থ (৪)নং বিবাদী আরব আলীর একটি গোডাউন ভাড়া নিতে অগ্রিম ১০০, ০০০,এক লক্ষ টাকা জামানত প্রদান করে তার জুট এর ব্যবসা করছিলেন,প্রতারক আরব আলীর ভাড়া বাসাটি সরকারী কালেক্টরি খাঁশ হওয়ায় সরকার সেটা একর করে নেন,পরবর্তীতে বাদী রাবেয়ার স্বামী হটাৎ মৃত্যুবরন করলে সন্তানদের নিয়ে অসহায় হয়ে মানবেতর জীবন যাপন করেন রাবেয়া,স্বামীর মৃত্যুর এক বছর গত হলেও তার রেখে যাওয়া জামানত ফেরত প্রদান করছেননা আরব আলী। অপরদিকে টাকা না দেওয়ার জন্য মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কাহিনীর অবতরন ঘটাইয়া,রাবেয়া খাতুন এর স্বামী নজরুল.ইসলাম সিকদার এর নিকট টাকা পাবে মর্মে মিথ্যার আশ্রয় নিয়ে রাবেয়াকে টাকা দিতে নিশেধ করেন সালাম গং।আইনের প্রতি সম্মান জানিয়ে থানার দ্বারাস্থ হলেও প্রতিকার মিলছেনা অসহায় রাবেয়ার,উক্ত ঘটনাটি কঠোর তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী এলাকাবাসী ও সুধীসমাজ।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন