প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

আমখোলা ইউনিয়ন ভূমি অফিসার সাবিনা ইয়াসমিনের কাছে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ

আমখোলা ইউনিয়ন ভূমি অফিসার সাবিনা ইয়াসমিনের কাছে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সাথে খারাপ আচরণ।  পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়ন ভূমি অফিসার সাবিনা ইয়াসমিনের কাছে তথ্য জানতে চাইলে সাংবাদিকদের সাথে অশুভ আচরণ করে। ১২ নভেম্বর রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রতিনিধি দৈনিক লাখোকন্ঠ পএিকার মোঃমেহেদী হাসান (বাচ্চু) আমখোলা ইউনিয়ন ভূমি অফিসে তথ্য জানতে গেলে ভূমি অফিসার সাবিনা ইয়াসমিন তাকে দেখে তেলে বেগুনের মতো জ্বলে উঠে। দৈনিক লাখোকন্ঠ পএিকার প্রতিবেদক মোঃ মেহেদী হাসান বাচ্চু তার সাথে কোনো কথা না বলতে পেরে অফিসের বাহিরে চলে আসেন। সাংবাদিকদের দেখা মাত্র বলে উঠেন,আপনাদের কোনো কাজ নেই। আপনারা কিসের সাংবাদিক। আপনারা কি ভূমি অফিসের পিছনে পরে থাকেন। আমরা কি করি, আমরা কোথায় যাই,আমরা কি খাই,এগুলো খোঁজা ছারা আপনাদের কি কোনো কাজ নেই। তিনি আরো বলেন,আমার অফিসে কোনো সাংবাদিকদের কাজ নেই। উল্লখ্যঃ সাবিনা ইয়াসমিন যখন বগা ইউনিয়ন ভূমি অফিসে ছিলেন, তখন গাছ কাটা ঝামেলা নিয়ে সাংবাদিক মোঃমেহেদী হাসান দৈনিক লাখোকন্ঠ পএিকায় নিউজ করায় তিনি সেই থেকে ক্ষিপ্ত। সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, কয়েক দিন আগে এক ভূয়া সাংবাদিক “জাগো নিউজে” কালিশুরি ইউনিয়ন ভূমি অফিসার আশ্রাফ এর বিরুদ্ধে একটা ভিডিও ভাইরাল করছে তাতে অফিসের যে চাপ এর মধ্যে সাংবাদিকদের ঝামেলা। আমার অফিসে আপনারা আসবেন না। আপনারা ভূয়া সাংবাদিক। এ ব্যাপারে গলাচিপা উপজেলা নির্বাহী মোঃ মহিউদ্দিন আল হেলান বলেন,বিষয়টি দুঃখ জনক।আমি এ বিষয় এসিল্যান্ডকে বলবো। তিনি আরোও বলেন,এই ভদ্রমহিলাকে আমি একবার মাত্র দেখেছি। তবে আপনার সাথে যদি তার কোনো ব্যক্তিগত ঝামেলা থাকে সেটা বাহিরে অফিস চলাকালীন সময় এটা আপনার সাথে করা উচিত হয়নি।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন