প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

দায়িত্বে থেকে এমন কোন অপকর্ম করি নাই যে মনোনয়ন পাবো না- উপমন্ত্রী হাবিবুন নাহার

দায়িত্বে থেকে এমন কোন অপকর্ম করি নাই যে মনোনয়ন পাবো না- উপমন্ত্রী হাবিবুন নাহার । গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপ-মন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি) বলেছেন দল আমাকে নৌকা প্রতীক দিয়ে এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য পাঠিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। আমরা প্রথম যখন নির্বাচিত হয়ে এই অঞ্চলে এসেছি , তখন কোন পাঁকা রাস্তা, ভালো স্কুল, কলেজ, মসজিদ, মন্দির কিছুই ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এ অঞ্চলের সব কিছুতে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব আমি সর্বোচ্চ সততা দিয়ে পালন করার চেষ্টা করেছি। ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে এক পয়সা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের পকেটে ঢুকাইনি। আমি আশাবাদী দল আমাকে আবারও নৌকা প্রতীক দিবে । এমন কোন অপকর্ম করি নাই যে মনোনয়ন পাবো না। আমি বিশ্বাস করি যে দল মনোনয়ন দিলে বাগেরহাট- ৩ (রামপাল-মোংলা) এ এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে এবং এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে সক্ষম হব। রবিবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার হুড়কা ইউনিয়নের হুড়কা ঝলমলিয়া সার্বজনীন মন্দির প্রাঙ্গনে শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মাহারাজের ১০৪ তম জন্মদিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী হাবিবুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার, মো. আব্দুল্লাহ ফকির, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বালক ব্রহ্মচারী মাহারাজের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন