প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে জাতীয় ছাত্র সমাজ কমিটি ঘোষণা

রূপগঞ্জে জাতীয় ছাত্র সমাজ কমিটি ঘোষণা । নারায়ণগঞ্জের রূপগঞ্জ জাতীয় ছাত্র সমাজ আব্বায় কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল ১২নভেম্বর রবিবার নারায়ণগঞ্জ জাতীয় পার্টির অফিসে এক আলোচনা সভায় এই কমিটি ঘোষণা করা হয় কমিটি ঘোষণা করেন সভাপতি জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা মো:শাহাদাত হোসেন রুপো ও সাধারণ সম্পাদক জাতীয় ছাত্র সমাজ নারায়ণগঞ্জ জেলা মো:রবিউল আউয়াল ওই কমিটিতে মো:রবিন চৌধুরী রনি কে আহ্বায়ক মো:রমজান আলী কে সদস্য সচিব করে ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়৷ কমিটিতে আরো ছিলেন মো: আরাফাত সিনিয়র সহ-সভাপতি মো: রতন মিয়া যুগ্ন আহবায়ক মো:রনি,মো:আমিনুল যুগ্ন আহবায় মো:তাইজুল যুগ্ন আহবায়ক মো: সাব্বির যুগ্ন আহবায়ক মো: আরাফাত সদস্য মো:শাহরিয়ার সদস্য মো:তানভীর সদস্য মো:আশিক সদস্য মো:মমিনুল সদস্য৷ এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টি মো:জয়নাল আবেদীন চৌধুরী সহ-সভাপতি রূপগঞ্জ জাতীয় পার্টি ফিরোজ মোঃ মঙ্গল মো: খোকন মিয়া সহ আরো অনেকে৷

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন