প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

কাশ্মীরে হাউস বোটে অগ্নিকান্ডে নিহত মাঈনুূ্দ্দীন সহ আরো ২জন

কাশ্মীরে হাউস বোটে অগ্নিকান্ডে নিহত মাঈনুূ্দ্দীন সহ আরো ২জন । রাউজান ৮নং কদলপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড ইদ্রিচ খান চৌধুরী বাড়ির মোজাফফর হোসেন চৌধুরীর পুত্র মাঈনুদ্দিন চৌধুরী। গর্ণপূর্ত বিভাগের ঠিকাদার ছিলেন মাঈনুদ্দীন। স্ত্রী, দুই সন্তান আয়েশা (১৫) ও মোতাচ্ছিন (১০) কে নিয়ে নগরীর নাসিরা বাদের বাসায় থাকতেন। ২ ই মঙ্গলবার নভেম্বর বেড়াতে ভারতে ছুটে যান। ১১ ই শনিবার নভেম্বর ভারত থেকে তার মৃত্যু সংবাদে পুরো পরিবার ভেঙ্গে পড়ে। পরিবারের একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে ইদ্রিচ খান চৌধুরী বাড়ি সহ গোটা এলাকা জুড়ে শোকের কালো ছায়া নেমে আসেন। নিহত মাঈনুদ্দীনের বোন জামাতা কামাল উদ্দিন জানান, এমন আকস্মিক দুঃসংবাদে পুরো পরিবারটাই ভেঙে পড়েছে। এই ঘটনায় আরো নিহত হলেন রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল, চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশ গুপ্ত গতকাল শনিবার কাশ্মীরের স্থানীয় সময় ভোর সোয়া পাঁচটার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে সাফিনা নামের একটি হাউসবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিহত প্রকৌশলী অনিন্দ্য কৌশল চুয়েটের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী। তাঁর বাড়ি চট্টগ্রামের মীরসরাই উপজেলার মিঠাছড়া ইউনিয়নে। রাঙামাটি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহত ইমন দাশ গুপ্ত। তিনি চুয়েটের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের পুরকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী। চট্টগ্রাম গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। চট্টগ্রাম নগরীর আসকার দিঘীর পাড়ে ইমন পরিবার নিয়ে বাস করতেন। তাঁর বাড়ি রাউজান থানার বিনাজুরি এলাকায় । এদিকে উল্লিখিত দুই প্রকৌশলীর মৃত্যুতে গভীর শোক ও তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, চট্টগ্রাম জেলার সভাপতি মো. তৌফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. করিম উদ্দিন। অন্য রাউজানের কদলপুরে বাসিন্দা মাঈনউদ্দীন এর লাশ দেশে আনার বিষয়ে চেষ্টা করছে পরিবার।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন