পানছড়িতে ১৫০পিচ ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক । খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়িতে এক নারী মাদক ব্যবসায়ীকে ১৫০পিছ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার(১২ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) এর সুদক্ষ দিক-নির্দেশনায় পানছড়ি থানার উপ-পরিদর্শক এসআই(নিঃ) মোহাম্মদ ইউছুফ, সঙ্গীয় ফোর্সসহ পানছড়ি থানা এলাকায় অবরোধ ও পিকেট ডিউটি পরিচালনা করাকালীন পানছড়ির উল্টাছড়ি ইউনিয়ন এর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী শাহানাজ বেগম(৫৫)কে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানাধীন ০৫নং উল্টাছড়ি ইউপির ০১নং ওয়ার্ড মোল্লাপাড়া আক্কাছ আলীর টিলার সামনে মোল্লাপাড়া হইতে ফাতেমানগর গামী পাকা রাস্তার উপর আসামী শাহানাজ বেগম (৫৫)কে ১৫০ পিচ কমলা রংয়ের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.হারুন উর রশীদ জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে থানায় মামলা রুজু প্রক্রিয়া চলমান রয়েছে।