স্মৃতির কথায় বান্ধবী আমাদের কিছু কথা প্রকাশ । স্মৃতির কথায় বান্ধবী,, বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার অন্তর্গত একটি স্কুল, সিপাই পাড়া উচ্চ বিদ্যালয়। রাজধানী ঢাকা শহর থেকে দুরত্ব ৫২৭ কিলোমিটার। ৯০ দশকের প্রথম দিকে এই স্কুলের বন্ধু বান্ধবী দের স্মৃতি চারণ স্বরণে, আজকের নিবেদন। ঢাকা, বাংলাদেশ।। তুমি মোর আঁখির পুতুলি, মোর চিত্ত বৃক্ষ ফল। তুমি গন্ধ সু শীতল, হৃদয় লতার তুমিই কলি।। * ১৯৯০-৯৪ সালের স্মৃতিময় দিন গুলো আজো চোখের সামনে জ্বলজ্বল করছে। কতো সুন্দর সুখের সংসারে ছিলো আমাদের পদচারণা। যেমন ছিল অভাব, তেমন ছিল আমাদের মনের মিল। ৬২ জন ছাত্র ছাত্রী নিয়ে ই ছিল আমাদের ক্লাস। আনন্দ হাসি গান ও পড়াশোনার মধ্যে দিয়ে ই কেটে যেতো সময়। বান্ধবী দের মধ্যে, আনারকলি, হালিমা, মল্লিকা, বিলকিস, শাহিনা, সুফিয়া,উম্মে কুলসুম, জাহানারা, শহিদা, মাকসুদা, লাভলী, মিনারা,রুমপা, আইরিন,লাভলী,কামরুন্নাহার, নারগীস,ঝর্ণা, হাফিজা,পারভীন, চায়না, আকতারা,স্মৃতি ছিল অন্যতমো। আজ তারা সবাই স্বামী সন্তান নিয়ে ব্যাস্ত। অনেকের সাথে মাঝে মধ্যে ই দেখা হয়। অনেকে দাদী নানী সম্পর্কে অবস্থান করছেন। সবার বয়স আজ ৪৩-৪৫ বছর। হঠাৎই কারো সাথে দেখা হলে, সম্পর্কের বন্ধন টি ঠিক আগের মতোই, কিরে কেমন আসিস ? ছেলে মেয়ে কয়জন, ভালো আসিস তো। আগের মতো ই কি দুষ্টু আসিস না পরিবর্তন হয়েছিস, খুব মিস করি তোমায়। এভাবেই আরো কতো অজানা কথার সুরোমেলা। ঠিক সেই সময় মনে হয় আমরা স্কুলেই আছি। আমাদের ভালোবাসার বন্ধন ছিল ঠিক ভাই বোনের মতো। পরাতক শব্দ টি আমরা জানিনা। শফিকুল, মাহবুব, সালেক,মাকছুদ,সমসের,আজাহার,ফজলু,সাইদুর,সিরাজুল, উজ্জ্বল , শাহজাহান, বকুল, মালেক,রহমান, ডাবলু, কামরুজ্জামান, সাইফুল, ইসমাইল,ঈমান আলী, কয়েল,জিয়াউর,মজিরুল,তরিকদ্দীন,গিয়াসউদ্দিন, আফসার,হাবলু,শিপন,সাইফুল, মনসুর, জাহিদুল, আপেল, ছিল অন্যতমো। চাকুরী, ব্যবসা,কৃষি, নিয়ে ই আজ বন্ধুদের জীবন প্রনালী চলছে। এর মধ্যে উজ্জ্বল, শাহজাহান ও ইসমাইল মৃত্যু বরন করেন। আর আমরা সবাই ভালো আছি। আমি ছিলাম সবার প্রিয় বন্ধু। আজ ২৬ বছর ধরে ঢাকা শহরে বসবাস করছি। আমার ও দুটি পুত্র সন্তান। বড় ছেলে সজিব এবার এস এস সি পরিক্ষা দিবে। ছোট ছেলে পঞ্চম শ্রেণিতে উঠবে। আমার প্রিয় বন্ধু বান্ধবীদের জীবন কথা তাদেরকে গল্পের মতো শুনাই। এভাবেই কেটে যায় সময়। প্রতি টি গল্প যেনো একেকটি উপন্যাসের পাতা। সুখে দুঃখে সবার খোঁজ খবর রাখতেই আমি সবচেয়ে ভালোবাসী। আমাদের সময়ে প্রতি টি বান্ধবী, এভাবেই ওড়না পড়তেন। তাই এই ছবি টি মনোনীত করিলাম। এ যেনো সেই অতীত স্মৃতি। সবার জন্য শুভকামনা রইল।। কলমে, মোঃ জাহাঙ্গীর আলম। বাংলাবান্ধা। তেঁতুলিয়া।।