প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

মোংলার দিগরাজ কলেজ রোডের ব্রিজের বেহাল দশা জনভোগান্তিতে এলাকাবাসী

মোংলার দিগরাজ কলেজ রোডের ব্রিজের বেহাল দশা জনভোগান্তিতে এলাকাবাসী । মোংলার দিগরাজ কলেজ রোডের ব্রিজের বেহাল দশা জনভোগান্তিতে এলাকাবাসী। সরোজমিনে গিয়ে দেখা যায় মোংলার দিগরাজ কলেজ রোড এলাকার ব্রিজ ও রাস্তা-ঘাটের বেহাল দশা যেন দেখার কেউ নেই জনভোগান্তিতে এলাকাবাসী। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে যাচ্ছে স্কুল -কলেজ পড়ুয়া ছাত্র -ছাত্রী, ছোট – বড়, বৃদ্ধ পথচারীরা। এছাড়া বিভিন্ন প্রকার যাত্রী বহনকারী অটোভ্যান, নছিমন, ইজিবাইক, বাইসাইকেল, মোটরসাইকেল সহ বিভিন্ন প্রকার যানবাহন। ব্রিজের ঠিক মাঝখানে বড় গর্ত হয়ে যাওয়ায় এমনকি ব্রিজের গ্রেটভীম, ঢালাই সব কিছু ফাটল ধরেছে তারপরও ঐ ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শত শত গাড়ি ও হাজার হাজার মানুষের চলাচল করতে দেখা যায়। এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তা হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজ পার হয়ে দিগরাজ সরকারি প্রাথিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় ও পোস্ট অফিসসহ দিগরাজ বাস স্ট্যান্ড ও বাজারে যেতে গেলে এলাকাবাসীকে এই ব্রিজের উপর দিয়ে যাওয়া ছাড়া অন্য কোন উপায় নেই। এলাকাবাসী ও রাস্তা দিয়ে যাওয়া যানবাহনের চালকেরা বলেন দীর্ঘ দিন ধরে এই ব্রিজটির অবস্থা এমন যেন মরণ ফাঁদে পরিনত হয়েছে। যতদিন যাচ্ছে ততই ব্রিজটি ভেঙে যাচ্ছে তারপরও এই ব্রিজেের উপর দিয়ে চলতে হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে যে কোন সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। এলাকার সাবেক ইউপি সদস্য পার্থ রায় বলেন এই ব্রিজ ভেঙে আবার নতুন ব্রিজ করতে হবে তবে কবে হবে তা সৃষ্টি কর্তাই জানেন। এলাকার জন প্রতিনিধিদের এই ব্রিজ নির্মাণের কথা বলেও কোন লাভ হচ্ছে না। যেন দেখার কেউ নেই। দিগরাজ স্কুল -কলেজের মাত্র কয় হাত সামনে এই ব্রিজ তার অবস্থা যদি এমন হয় তবে আর দুঃখের শেষ থাকে না। এই ব্রিজের কথা বুড়ির ডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন ব্রিজের কথা মোংলা উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ারকে বলেছি এছাড়াও বিভিন্ন দপ্তরে বলেছি বাজেট হলেই কাজ শুরু হবে। এলাকার সাধারণ জনগণের দাবি আমরা এই ব্রিজের উপর দিয়ে ভারী কোন মালামাল ও বড় গাড়ি নিয়ে যেতে পারছি না। ফলে বাড়ি- ঘর নির্মাণের কাজ থেকে দুরে থাকতে হচ্ছে এলাকার সকল জনগনকে। তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক এই সকল সমস্যা নিরসনের জন্য। তা না হলে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় কোন দুর্ঘটনা। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এলাকাবাসী।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন