শ্রমিকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে এলোপাতাড়ী কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা । সাতক্ষীরা: সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আছাদুজ্জামান বাচ্চুকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে গাবুরার ডুমুরিয়া খেয়াঘাট এলাকায় ঘটনাটি ঘটে। পুর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ইউপি সদস্য যুবলীগের সহসভাপতি আবিয়ার রহমানের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী ঐ হামলায় অংশ নেয়। ঘটনার পরপরই স্থানীয়রা মারাত্বক আহত অবস্থায় আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছে দেয়। শ্যামনগর উপজেলা জাতীয় শ্রমিকলীগের সদস্যসচিব গোলাম মোস্তফা ও সাবেক ছাত্রলীগ নেতা শেখ রিপনসহ অন্যরা জানান গত কয়েকদিন ধরে আবিয়ার রহমান নানাভাবে হুমকি ধমিক দিয়ে আসছিল। একপর্যায়ে ডুমুরিয়া খেয়াঘাট এলাকায় ঐ দুই নেতা ও তাদের কর্মী সমর্থকদের আসা যাওয়ায় বিধি নিষেধ আরোপ করে। তবে এসব ভয়ভীতি উপেক্ষা করে শনিবার সন্ধ্যার পর সরকারের উন্নয়ন কর্মকান্ডের একটি মিছিল নিয়ে ডুমুরিয়া খেয়াঘাটে পৌছালে অতর্কিত আবিয়ারের লোকজন তাদের উপ চাড়ও হয়। এসময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও রুহুল আমিন ও আছাদুজ্জামান বাচ্চুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ীভাবে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে আবিয়ার ও তার লোকজন। এদিকে জাতীয় শ্রমিকলীগের দুই নেতার উপর এমন সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে উপজেলা জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।