প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রামগড়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগড়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।
সারা দেশের ন‍্যায় খাগড়াছড়ি জেলার রামগড়ে উপজেলা যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে রামগড় পৌর শহরে র‍্যালী ও লেকপাড়ে দোয়া-মাহফিল এবং আলোচনা সভা আয়োজন করেন রামগড় উপজেলা যুবলীগ। দিনটি উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় যুবলীগ সহ সারাদেশে নানা কর্মসূচি হাতে নিয়েছে,কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজ শনিবার রামগড় লেকপাড়ে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পামাল্য অর্পণ, সকাল ১০টায় র‍্যালী করে আলোচনা সভা,কেক কাঁটা অনুষ্ঠিত হয়েছে। রামগড় উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভারপ্রাপ্ত আব্দুল কাদের এর সভাপতিত্বে ও জেলা যুবলীগ এর সদস্য ও কাউন্সিলর মোহাম্মদ জসিম উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদ এর চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃমোস্তফা হোসেন, সাধারণ সম্পাদক ও ২নং ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,সিনিয়র সহ-সভাপতি ও ১নং রামগড় ইউপি চেয়ারম্যান মোঃশাহ-আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃশাহআলম, নুরুল আলম জিকু,প্রদেশ ত্রিপুরা,দপ্তর সম্পাদক মোঃ মিলন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, পৌরসভার প্যানেল মেয়র ও পৌর যুবলীগের সা. সম্পাদক মোঃশামীম,পৌর কাউন্সিল আহসান উল্লাহ্, শ্যামল ত্রিপুরা,জিয়া উদ্দীন জিয়া,সাবেক যুব নেতা সফিকুল আলম দুলাল,খাজা নাজিমুদ্দীন সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতা-কর্মী। উল্লেখ যে ১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এই যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিদের্শে মুক্তিযুদ্ধের অন‍্যতম সংগঠক মুজিব বাহিনীর অধিনায়ক ও প্রতিতযশা সাংবাদিক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন