প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জননেত্রী শেখ হাসিনার ১৩ ই নভেম্বরের খুলনা বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আসাদ

জননেত্রী শেখ হাসিনার ১৩ ই নভেম্বরের খুলনা বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন আসাদ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ৪ বারের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী স্মার্ট বাংলাদেশ সাজানাের নির্মাতা দেশরত্ন মমতাময়ী মা জননেত্রী হাসিনার ১৩ ই নভেম্বর খুলনা বিভাগীয় জনসভা সফল করার লক্ষ্যে রাত- দিন ২৪ ঘন্টা ঝড়বর্ষা উপেক্ষা করে। জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগরের বিভিন্ন থানাও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ কে সাথে নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশ সাজানোর রুপকার আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার অত্যন্ত বিস্তস্থ্য আস্থাভাজন ব্যাক্তিত্ব যিনি জাতীয় শ্রমিক লীগ খুলনা মহানগর প্রতিষ্ঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সে হলেন জাতীয শ্রমিক লীগ খুলনা মহানগরের সংগ্রামী প্রভাবশালী সদস্য- সচিবও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে -১০৪ – খুলনা-০৬ কয়রা পাইকগাছার বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদ প্রার্থী। সারা বাংলার শ্রমিকের নিবেদিত প্রান শ্রমিক বান্ধব প্রিয় নেতা জননেতা মোঃ আসাদুজ্জামান (আসাদ) বলেন চ্যানেল বিডি ডট কম কে বলেন। জননেত্রী শেখ হাসিনার ১৩ ই নভেম্বর জনসভা হবে সারা বাংলাদেশের সর্বশ্রেষ্ট জনসভা। এবং খুলনা সার্কিট হাউজ মাঠ জনশ্রোতে কানায়,কানায়, পূর্ন হয়ে যাবে ইনশাআল্লা। পুনরায় জননেত্রী শেখ হাসিনা কে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে আমরা সকল অসংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছি বিজয় – আমাদের সুনিশ্চিত। জয়- বাংলা- জয়- বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবি হােক জননেত্রী শেখ হাসিনার মহান আল্লাপাক হায়াৎ দ্বারাজ করুক।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন