প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোহনাটিভি’র ১৪ বছর পূর্তি উপলক্ষে মোহনাটিভি, রংপুর অফিসের নানা আয়োজন

মোহনাটিভি’র ১৪ বছর পূর্তি উপলক্ষে মোহনাটিভি, রংপুর অফিসের নানা আয়োজন।
আজ ১১ নভেম্বর ২০২৩ খ্রি. মোহনাটিভি’র ১৪ বছর বর্ষপূর্তি উপলক্ষে মোহনাটিভি, রংপুর অফিসের আয়োজনে রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর মিলনায়তনে মোহনাটিভি’র জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র, রংপুর সিটি কর্পোরেশনের আলহাজ্ব জনাব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এছাড়া উপস্থিত ছিলেন মোহনা টিভি, রংপুরের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন