প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

জলঢাকায় তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দু’দিন ব্যাপী রোড শো

জলঢাকায় তথ্য অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দু’দিন ব্যাপী রোড শো । “তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় দু’দিন ব্যাপী রোড-শো” শুরু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে বঙ্গবন্ধু চত্বরে বেসরকারি সংস্থা মানব কল্যাণ পরিষদের (এমকেপি) উদ্দোগে এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু। এসময় উপস্থিত ছিলেন মানব কল্যাণ পরিষদের এরিয়া কো-অর্ডিনেটর ইয়াছিন আলী,এমকেপির সিনিয়র সদস্য ও আওয়ামীলীগ নেতা শাহাজাহান আলী, কাউন্সিলর হাফিজুর রহমান,সাংবাদিক বিধান চন্দ্র রায়, ফিল্ড ফ্যাসিলেটেটর নিহারঞ্জন ভট্টাচার্য, লিটন ইসলাম,গৌরব কুমার দাস ও স্কুল ফ্যাসিলেটর রাণী বেগম প্রমুখ। এসময় মেয়র বলেন, তথ্য পাওয়া নাগরিকের অধিকার। এজন্য আপনাদের তথ্য অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। পরে তিনি তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে আলোচনা করেন। নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্পের আওতায় নেটজ বাংলাদেশের সহযোগিতায় জলঢাকা উপজেলা জুড়ে দু’দিন ব্যাপী এই রোডশো পরিচালিত হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন