প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

সিটি প্রেসক্লাব রংপুরের এক যুগপূর্তিতে “যুগপূর্তি উৎসব-২০২৩” অনুষ্ঠিত

সিটি প্রেসক্লাব রংপুরের এক যুগপূর্তিতে “যুগপূর্তি উৎসব-২০২৩” অনুষ্ঠিত।
আজ ১১ নভেম্বর ২০২৩ খ্রি. সকাল ১০:১৫ ঘটিকায় সিটি প্রেসক্লাব রংপুরের এক যুগপূর্তিতে “যুগপূর্তি উৎসব-২০২৩” অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিটি প্রেসক্লাব, রংপুরে এসে শেষ হয়। এরপর সিটি প্রেসক্লাব,রংপুর মিলনায়তনে এ উপলক্ষে কেককাটা, স্মরণিকার মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী,অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ), রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর; জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার,রংপুর; জনাব মোঃ স্বপন চৌধুরী, সভাপতি, সিটি প্রেসক্লাব, রংপুরসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোঃ রেজাউল করিম জীবন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন