প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত

মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম বিষয়ক সভা অনুষ্ঠিত।  বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী ও সাধারণ সদস্যদের নিয়ে মাসিক সাংগঠনিক কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০-নভেম্বর ) সন্ধ্যা ৬ টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি দৈনিক (খোলা কাগজ) প্রতিনিধি মোঃ আবু সালেহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সাংগঠনিক কার্যক্রমের নানা বিষয়ে বার্ষিক বিভিন্ন পরিকল্পনা গ্রহন এবং কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর সিনিয়র সহ সভাপতি দৈনিক (যায়যায় দিন) পত্রিকার প্রতিনিধি মোঃ সাইফুজ্জামান রিপনের পদত্যাগ পত্র গ্রহণ সম্পর্কিত বিষয় তুলে ধরেন ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি এইচএম জসিম উদ্দিন। পরে এ বিষয়ে বিস্তারিত আলোচনান্তে তাকে উপস্থিত সকল সদস্যদের সম্মতিক্রমে প্রতিষ্ঠানিক সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়। উল্লেখ্য, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২৩ এর সিনিয়র সহ সভাপতি মোঃ সাইফুজ্জামান রিপন গত (৩০সেপ্টেম্বর)ক্লাবের সভাপতি/সম্পাদক বরাবর বক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে অব্যাহতি চেয়ে একটি আবেদনপত্র ডাকযোগে ক্লাবে প্রেরণ করলে তা (৯-নভেম্বর) বৃহস্পতিবার ক্লাবের সভাপতি মোঃআবু সালেহ গ্রহণ করেন। পরে (১০নভেম্বর) শুক্রবারে মাস ভিত্তিক সাংগঠনিক কার্যক্রম বিষয়ক সভায় সবার সামনে তা পড়ে শোনান এরপর আলোচনা সভায় সবার সম্মতিতে ক্লাব থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়। পরে তার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য লাভের জন্য সকল সদস্যদের দোয়া করার অনুরোধ জানান প্রেসক্লাব সভাপতি মোঃ আবু সালেহ। এছাড়াও সভায় সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক (ভোরের কাগজ) প্রতিনিধি এইচ এম জসিম উদ্দিনসহ আরও অনেকে।আলোচনায় মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যম কর্মী বা সদস্যদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি সহ সাংগঠনিক তৎপরতা আরো জোরদার করা সহ বার্ষিক বনভোজন এবং ক্লাবের বাৎসরিক স্বরণিকা প্রকাশ করার পরিকল্পনা প্রনয়ণ করা হয়। পরে সদস্যদের সুস্বাস্থ্য ও জোর কর্মতৎপরতা কামনা করে সভাপতি মো. আবু সালেহ সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন