প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

লালপুরের কদিম চিলানে খুনের আসামিকে কুপিয়ে হত্যা

লালপুরের কদিম চিলানে খুনের আসামিকে কুপিয়ে হত্যা

মেহেরুল ইসলাম মোহন (লালপুর) নাটোর

নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামী ওসমান গণি (৪৫)কে কুপিয়ে হত্যা করা হয়েছে।হাত ও পায়ের রগ কেটে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তিনি অত্র ইউনিয়নের ডাঙ্গাপাড়া চিলান গ্রামের মৃত আখের আলীর ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা গেছে,রবিবার (৩রা সেপ্টেম্বর ২০২৩) সকাল ৭ টার দিকে ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরাতন বাড়িতে জাহাঙ্গীরের চায়ের দোকানে বসে চা খেয়ে বের হলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ ডাঙ্গাপাড়া চিলান গ্রামের নুর বক্সের ছেলে সাবেক মেম্বার রেজাউল করিম (৪৫),আব্দুস সাত্তারের ছেলে সাইফুল(২৫), আফসারের ছেলে আতিক(২৬),জুয়েল (২৭),মোসলেমের ছেলে ইব্রাহিম (৩৫), নসু প্রাং এর ছেলে লতিফ(৫০), আজবাহার ছেলে মিল্টন(২৫),জামাত আলীর ছেলে জুয়েল (৩০),মোজাফরের ছেলে মঞ্জিল (৩২) এবং রওশনের ছেলে বাবলু (৪২)হাসুয়া দিয়ে ওসমান গণির পা এবং হাতের রগ কেটে দেয় এবং লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করলে রক্ত ক্ষরণ হয়ে ঘটনাস্থলে তিনি মারা যায়।এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন