প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রূপগঞ্জে পূর্বাচল মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন

রূপগঞ্জে পূর্বাচল মেডি লাইফ স্পেশালাইজড হাসপাতালের শুভ উদ্বোধন । নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট পূর্বাচল মেডি লাইফ স্পেশালাইজড নামক একটি বেসরকারী হাসপাতালের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের এ হাসপাতাল শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। হাসপাতালের চেয়ারম্যান শাহীন মালুমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালাউদ্দিন ভূইয়া,পরিচালক মনিরুজ্জামান ভূইয়া পূর্বাচল মেডিলাইফ স্পেশাল হাসপাতাল ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন সহ অনেকে। এসময় গোলাম দস্তগীর গাজী বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন। শহরের পাশাপাশি এখন গ্রাম এলাকায় মানুষের সেবা দেয়ার জন্য বিভিন্ন বেসরকারী হাসপাতাল গড়ে উঠেছে। সরকারী হাসপাতালের মত এই বেসরকারী হাসপাতালে সেবার মান বুঝার জন্য এলাকার যারা অসুস্থ্য হয় তারা একবার হলেও এখানে আসবেন। হাসপাতালে আসা রোগীরা যেন কোন ভুল চিকিৎসার স্বীকার না হয় সে দিকে হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ নজর দেবার জন্য তিনি অনুরোধ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন