প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মোংলা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ২ । মোংলা-খুলনা মহাসড়কের রামপালে মোটরসাইকেল প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার ( ১০ নভেম্বর ) বেলা ২টার দিকে মংলা -খুলনা মহাসড়কের রনসেন মাছের আড়ৎ এর সামনে এ দুর্ঘটনা ঘটে। রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল চালকের নাম পরিচয় পাওয়া যায়নি । অপর নিহত মোটরসাইকেল যাত্রী মোঃ হারুন-অর- রশীদ (২৭) রাজশাহী জেলার বাগমারা উপজেলার বুজরুক কৌড় গ্রামের মজিবুর রহমানের ছেলে। ওসি আশরাফুল আলম জানান, শুক্রবার বেলা দুইটার দিকে চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ প্রাইভেট কার এর অজ্ঞাতনামা চালক খুলনা হতে মোংলা যাওয়ার পথে বেপরোয়া ও দ্রুত গতিতে চালিয়ে খুলনা টু মোংলা গামী মহাসড়কের রামপাল থানাধীন রনসেন মাছের আড়ৎ এর সামনে পৌঁছামাত্র বিপরীত দিক হতে আসা নম্বর বিহীন প্লাটিনা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে মোটরসাইকেলের অজ্ঞাতনামা চালক ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে এবং মোটরসাইকেলের যাত্রী মোঃ হারুন-অর- রশীদকে গুরুত্বর জখম অবস্থায় স্থানীয় লোকজন চিকিৎসার জন্য রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রাইভেট কারের চালক পলাতক রয়েছে।এ ব্যাপারে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন