প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

ভেড়ামারায় মাদক সহ আসামি গ্রেফতার

ভেড়ামারায় মাদক সহ আসামি গ্রেফতার । কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আসামি গ্রেফতার। ( ১০ নভেম্বর) শুক্রবার সন্ধ্যার সময় মহসীন আল মুরাদ, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়ার নির্দেশে জহুরুল ইসলাম, অফিসার ইনচার্জ, ভেড়ামারা থানা, নেতৃত্বে এসআই হাফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের দক্ষিণ ভবানীপুরে অভিযান চালিয়ে রাশেদ আলীর পুত্র জাফর আলী (২৪)কে ৫০ পিচ নেশা জাতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট গ্রেফতার করেছে। এ ব্যাপারে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জানান মাদকমুক্ত ভেড়ামারা গড়তে মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ সময় তিনি সর্বস্তরের জনগনের সহযোগীতা কামনা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন