প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবদল নেতা গ্রেফতার । নারায়ণগঞ্জের রূপগঞ্জে নাশকতার অভিযোগে যুবদল নেতা ফরহাদ হোসেনকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। ১০ নভেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে ফরহাদ হোসেনকে বরপা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকার আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএফএস সায়েদ জানান, যুবদল নেতা ফরহাদ হোসেনসহ বেশ কয়েকজন বরপা এলাকায় নাশকতার প্রস্তুতি নিচ্ছিলো। এসময় জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে রূপগঞ্জ থানায় হস্তান্তর করে। গ্রেফতারকৃত ফরহাদ হোসেন যুবদলের সক্রিয় সদস্য বলে জানা গেছে।### তাং ১০-১১-২০২৩ইং রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন