প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

পল্লী সঞ্চয় ব্যাংক,জুনিয়র অফিসার এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা কমিটি গঠন সুরঞ্জিত বৈদ্য, সভাপতি তমাল বিজন দাশ সম্পাদক

পল্লী সঞ্চয় ব্যাংক,জুনিয়র অফিসার এসোসিয়েশন, হবিগঞ্জ জেলা কমিটি গঠন সুরঞ্জিত বৈদ্য, সভাপতি তমাল বিজন দাশ, সম্পাদক রামকৃষ্ণ তালুকদারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিশেষায়িত ব্যাংক,পল্লী সঞ্চয় ব্যাংক জুনিয়র অফিসার এসোসিয়েশন হবিগঞ্জ জেলা কমিটি গঠনের লক্ষে সংগঠনের অস্হায়ী কার্য্যালয়ে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতি ক্রমে সুরঞ্জিত বৈদ্যেকে সভাপতি ও তমাল বিজন দাস তালুকদার কে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছেরের জন্য কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ নজরুল ইসলাম সিনিয়র সহ সভাপতি, রতন সরকার সহ সভাপতি,শেখ মোশাহিদ যুগ্ন সাধারন সম্পাদক,মোহাম্মদ আলী জিন্নাহ সাংগঠনিক সম্পাদক, আছমা বেগম মহিলা বিষয়ক সম্পাদক, নবরত্ন দাশ অর্থ সম্পাদক, নির্বাহী সদস্য শামছুল হক,সদস্য মোঃ ইয়াছিন মিয়া ও মনছুর মিয়া। উক্ত সভায় সকল জুনিয়র অফিসার ঐক্যবদ্ধ হয়ে সকল ন্যায্য দাবি আদায়ে কাজ করার সিদ্বান্ত গ্রহন করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন