প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি’র জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি’র জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত । বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সভাপতি ‘সাদ্দাম হোসেনের’ জন্মদিন উপলক্ষে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, লিখন আহমেদের নেতৃত্বে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১০ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের রমিজ বিপনী দলীয় কার্যালয়ে অনুষ্টান পালিত হয়।এ সময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি কাওছার আহমেদ, সহ-সভাপতি লায়েছ আহমেদ রাবিন, উপ-দপ্তর সম্পাদক সাদেক আহমদ,জেলা ছাত্রলীগ নেতা রাহুল চৌধুরী,মুতাছির হাসান,তাওহিদআহমেদ,আকেপ,নাবিল,রাজিব,আদনা,দোহা, প্রমুখ। এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করা হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন