প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

মাধবপুরে মাদক মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মাধবপুরে মাদক মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার । হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে থামা পুলিশ। গতকাল শুক্রবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১২ টায় মাধবপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অনিক দেব এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সুরমা চা বাগানের ২০ নম্বর বস্তি এলাকায় অভিযান চালিয়ে হিরালাল রাজ প্রধান (২৯) নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী উপজেলার সুরমা চা বাগানের চামারু রাজ প্রধান এর পুত্র। জানা যায়, ২০২১ সালে দায়েরকৃত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ২০ অক্টোবর ২০২৩ইং তারিখে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, হবিগঞ্জ হিরালাল রাজ প্রধান’কে ৬ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান জানান, আসামিকে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন