প্রধান অতিথি এমপি প্রার্থী ভিপি শাহীন গাবতলী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত । বগুড়ার গাবতলীতে ১০ই নভেম্বর শুক্রবার নশিপুর ইউনিয়নের নশিপুর মধ্য পাড়া যুব সমাজের আয়োজনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু ফাইনাল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বগুড়ার(গাবতলী-শাহজাহানপুর)-৭ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন। নশিপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুস সালাম ভুলন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ- সভাপতি আবু বক্কর সিদ্দিক স্বাধীন, জেলা কৃষক লীগের সদস্য হায়দার আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর হযরত আলী হিরন পাইকার, নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা, আ’লীগ নেতা আবুল কালাম আজাদ, সমাজ সেবক মিজানুর রহমান দোলন, আরিফুর রহমান মাষ্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রোস্তম আলী, উপজেলা কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, কৃষকলীগ নেতা আব্দুর রহিম। আরো উপস্থিত ছিলেন সুলতান, আমজাদ হোসেন, রাসেল আহম্মেদ । খেলাটি পরিচালনায় করেন রাহেনুর রহমান রায়হান। খেলা শেষে বিজয়ী নিজগ্রামের দলকে পুরস্কার হিসাবে একটি খাসি দেওয়া হয়। রানার্সআপ কদমতলী দল কে একটি ছোট খাসি দেওয়া হয়। এর আগে খেলার মাঠে গণসংযোগ করেন ভিপি সাহীন।