ডিমলায় কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। নীলফামারীর ডিমলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০-নভেম্বর) ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলার ৭নং খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয় কিশোর কিশোরী ক্লাবের আয়োজনে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানে পুরস্কার বিতরন করেন খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান মোঃ সহিদুজ্জামান সরকার। ছোট খাতা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকারের সভাপতিত্বে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার অনলাইন (ভার্চুয়ালী) শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের নীলফামারী জেলা ফিল্ড সুপার ভাইজার শাহরিয়ার আল জবা, ডিমলা উপজেলার জেন্ডার প্রোমেটার আলিফ হাসান, নুরনবী ইসলাম, ক্লাব কো-অর্ডিনেটর শাপলা বেগম, খালিশা চাপানী ইউনিয়নের ছোট খাতা ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক মোহনা আক্তার মনি, আবৃত্তি শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক আলমগীর ইসলাম, সমাজসেবক ও ছাত্র নেতা নজরুল ইসলাম প্রমুখ। খালিশা চাপানী ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৩ টি ইভেন্টে ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রতি ইভেন্টে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।