প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

রাজবাড়ীতে মাদক বিরোধী সাইকেল র‍্যালী আজ শনিবার ১১ নভেম্বর ১০ টায়।আগামীকাল শনিবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলায়

  1. রাজবাড়ীতে মাদক বিরোধী সাইকেল র‍্যালী শনিবার ১১ নভেম্বর ১০ টায়

    আগামীকাল শনিবার সকাল ১০ টায় রাজবাড়ী জেলায় সর্ববৃহৎ সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সাইকেল র‍্যালীর মাধ্যমে রাজবাড়ী জেলায় নুতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। ইতিহাসের অংশ হতে সাইকেলসহ আপনিও চলে আসুন পুলিশ সুপারের কার্যালয়, রাজবাড়ীতে সকাল ৯ টার মধ্যে। অংশগ্রহণকারীদের আকর্ষণীয় টি শার্ট ও হালকা নাস্তা দেয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে।

    জেলা পুলিশ রাজবাড়ী ও সাইকেল লাভার রাজবাড়ীর উদ্যোগে ও প্রান্তিক জনকল্যাণ সংস্থার সহযোগিতায় মাদকবিরোধী এই র‍্যালীতে সবাইকে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।যারা র‍্যালীতে অংশ গ্রহন করবেন বাইসাইকেল সহ আসার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন