প্রিন্ট এর তারিখঃ সোমবার ৭ই জুলাই, ২০২৫ ২৩শে আষাঢ়, ১৪৩২ ১১ই মহর্‌রম, ১৪৪৭

শরীয়তপুরের বি কে নগর ইউনিয়নে রাস্থার অভাবে এলাকাবাসী

শরীয়তপুরের বি কে নগর ইউনিয়নে রাস্থার অভাবে এলাকাবাসী।  শরীয়তপুর শরীয়তপুর জেলা জাজিরা থানা বি কে নগর ইউনিয়ন দৈনিক বাজারের মসজিদের সামনের পূর্ব দিকে নদীর উপর নড়বড়ে বাঁশের ব্রীজে দিয়ে দৈনিক পাঁচ হাজার মানুষ চলাচল করে ৭ নং, ৮ নং এবং ৯নং ওয়ার্ডের বাসিন্দারা। স্থানীয়রা বলছেন আমাদের একটি ব্রিজের খুবই প্রয়োজন । আমাদের ছেলে সন্তান বর্ষাকাল হলে বিদ্যালয়ে এবং কলেজে যাওয়ার অনেক কষ্ট হয়। স্থানীয়রা আরো বলেন আমরা অনেক বছর ধরে অবহেলার মধ্যে আছি । মাননীয় প্রধানমন্ত্রী বরাবর দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই এলাকার বাসিন্দারা হয়ে দূর্বপাকে পেড়ছি মা বোনদের ডেলিভারির সময় চলাচল করা অনেক কষ্ট হয়ে পড়ে। শরীয়তপুর সংসদ সদস্যরা আমাদের অনেক আশ্বাস দিয়েছে । যার সুফল এখনো পর্যন্ত আমরা পাইনি। পূর্ব নাওডোবা ইউনিয়নের লোকজন সাত, আট নয় নং ওয়ার্ডের বাসিন্দারা বলেন, কাঁচা রাস্তা থাকার কারণে বর্ষা বৃষ্টি হলে আমাদের চলাচল করতে অনেকটাই বেগ পেতে হয় এবং বাধাগ্রস্থ হয়ে পড়ে আমাদের জীবনযাত্রা। এবং আরো বলেন সংসদ সদস্য ইকবাল হোসেন অপু দৃষ্টি আকর্ষণ করছি । জাজিরা উপজেলার চেয়ারম্যান জনাব মোবারক আলী শিকদার অনুরোধ জানাচ্ছি যে, বি কে নগর ইউনিয়নের চেয়ারম্যান মো: ইস্কান্দার আলী ভূঁইয়া । ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ জসিম মৃধার নিকট অনুরোধ জানাচ্ছি ব্রিজ এবং রাস্তাটার জন্য।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন