প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

শরীয়তপুরের পালেরচর ইউনিয়নের জোড়া ব্রিজের বেহাল দশা দেখার কেউ নেই

শরীয়তপুরের পালেরচর ইউনিয়নের জোড়া ব্রিজের বেহাল দশা দেখার কেউ নেই।  শরীয়তপুর। শরীয়তপুর জেলা জাজিরা থানা পালেরচর ইউনিয়নের বাজারে চলাচল জন্য একটি মাত্র ব্রিজ যা জোড়া ব্রিজ নামে পরিচিত। এই ব্রিজের বেহাল দশায় এলাকাবাসির কষ্টের শেষ নাই ছোট একটু ভাঙ্গা থেকে শুরু হয়ে এখন তা আকারে বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে প্রতিনিয়ত গাড়ি চলাচল করতে বাধাগ্রস্ত হচ্ছে। এলাকার ছোট বড় সব ধরনের যানবাহন চলাচল করতে বাধাগ্রস্ত হয়। এই ব্রিজ ভাঙ্গার কারণে মানুষ চলাচল করতে আতঙ্কিত হয়ে পড়ে। স্থানীয়রা নাগরিক ভাবনার প্রতিনিধিকে জানান, যে কোনো সময়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তারা আরো বলেন চেয়ারম্যান মেম্বারদের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন এই ব্রিজটি তাড়াতাড়ি মেরামত ব্যাবস্থা করে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন