প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বি কে নগর ইউনিয়ন গ্রাম আফসের হালদার কান্দি রাস্তার কাজ শুরু

বি কে নগর ইউনিয়ন গ্রাম আফসের হালদার কান্দি রাস্তার কাজ শুরু।  বি কে নগর ইউনিয়ন গ্রাম আফসের হালদার কান্দি রাস্তার কাজ শুরু। এতোদিন বি কে নগর ইউনিয়নের ৫ ওয়ার্ডের বাসিন্দারা রাস্তার জন্য অবহেলার মধ্যে ছিল। নদীর পশ্চিম পাশ দিয়ে ঘনবসতি এলাকা কিন্তু ভালো রাস্থা না থাকায় কষ্টে কাটছিলো সেখানকার বাসিন্দাদের জীবন। তারা বলেন, বর্ষাকাল হলে আমাদের ছেলেমেয়ে স্কুলে যাওয়ার অনেক কষ্ট হতো বি কে নগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব হাজী এস্কান্দর আলী ভূঁইয়া ৫ নং ওয়ার্ডের মেম্বার এরশাদ মাদবর তাদের উভয়ের ভূমিকার এখন রাস্তার কাজ শুরু করা হলো। এখন আমরা খুশি। এলাকার চেয়ারম্যান এস্কান্দর আলী ভূঁইয়া বলেন, আমি প্রায় দুই মাস আগে এখানে আসছিলাম। এখানে প্রায় দুইশো থেকে আড়াইশো ঘর আছে। এখানকার ছাত্র-ছাত্রীদের বর্ষার সময় স্কুল- কলেজে যাওয়ার জন্য অনেক কষ্ট হয়। তাই আমি রাস্তা করার সিদ্ধান্ত নেই এবং আজকে রাস্তার কাজের শুভ উদ্ভোদন করি ইউনিয়ন মেম্বার এরশাদ মাদবর ,গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসীদের নিয়ে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন