প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

রুমায় পিতা মহলের নাম ধরে রাখতে পূণ:নামকরণ অনুষ্ঠান

 পিতামহলের জাতি গোষ্ঠীর নাম ধরে রাখতে নাম পূণ:করণ উপলক্ষে এক মধ্যহৃ ভোজের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এসময় ১০০১ জনকে মধ্যহৃ ভোজ পরিবেশন করা হয়। রুমায় এধরনের নাম পূণ: করণ অনুষ্ঠান এটি প্রথম এবং ব্যতিক্রমী অনুষ্ঠান। বৃহস্পতিবার দুপুরে রুমা সদরে থানা পাড়ায় অনুষ্ঠানটি আয়োজন করেন পাসাই ম্রো ও তার পরিবার। আয়োজক সূত্র জানায় রুমা সদরে পলিকা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাসাই ম্রো ও চামরাং ম্রো একমাত্র পুত্র সন্তানকে জন্মের পর নাম রাখা হয়- তনসাই ম্রো। এ নামটি পরিবর্তন করে পূণ: নামকরণ করা হয়- রুইসিং ম্রো। রুইসিং ম্রো হচ্ছে শিক্ষক পাসাই ম্রো’র প্রয়াত পিতার নাম ছিল। পিতা মহলের জাতি গোষ্ঠীর নাম ধরে রাখতেই তার সন্তানের নাম এখন পিতার নামেই রাখা হয়েছে বলে পাসাই ম্রো জানিয়েছেন। পাসাই ম্রো’র দুলাভাই পুলো ম্রো (৬০) বলেন, ছেলেটি অনেক সময় কিছু খেতে চাইতো না। তার দাদুর নাম ধরে গল্প শুনতে বেশি পছন্দ করে। প্রায় সময় তার দাদু রুইসিং ম্রো’,র কথা বলে। তাই তনসাই এর নাম পরিবর্তন করে দাদু নামে রুইসিং রাখা হলো। তিনি আরো বলেন শুধুমাত্র মাস্টার পাসাই এর ছেলেকে নয়। ম্রো সমাজে আরও অনেকেই অনুষ্ঠান করে নাম পূণ: করণ করে থাকে। আশীর্বাদ ও নাম পরিবর্তনের পরিচিতি লাভের জন্য এ রকম খাবার আয়োজন করা হয়। রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা, ভাইস চেয়ারম্যান থাংখামলিয়ান বম, কোলাদি মৌজা হেডম্যান শৈচিংথুই মারমা, রুমা সাঙ্গু কলেজের প্রিন্সিপল সুইপ্রুচিং মারমা, বিএনপি নেতা থুইসাঅং মারমা, বিশিষ্ট ব্যবসায়ী চিংসাথোয়াই মারমা ও রেমাক্রী প্রাংসা ইউপি সাবেক চেয়ারম্যান রিয়ালদৌ বম ও পণলাল চক্রবর্তীসহ পাহাড়ি-বাঙ্গালী প্রায় দেড় হাজার লোকের এই মধ্যহৃ ভোজের পরিবেশন করা হয়। কোলাদি মৌজা হেডম্যান সুইচিংথুই মারমা বলেন সবাইকে দাওয়াত দিয়ে এধরণের মধ্যহৃভোজের সামাজিক বিশ্বাস থেকে করে থাকে। এতে করে সবাই একসাথে মিলিত হবারও একটা সুযোগ তৈরি করে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন