সরাইলে ” ২ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ী আটক।
সরাইল উপজেলা থেকেঃ এম বাদল খন্দকার।
ব্রাক্ষনবাড়ীয়া সরাইলে ২ কেজি গাঁজা সহ এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। সরাইল খাঁটি হাতা হাইওয়ে থানা পুলিশ ঢাকা – সিলেট মহাসড়কে কুন্টাপাড়া মোড়ে ডিডটি করা অবস্থা গোপন সংবাদে ভিত্তিতে সরাইল উপজেলা ঢাকা – সিলেট মহাসড়কে ওয়ালটন শোরুমের সামনে দাড়িয়ে থাকা একজন মাদক ব্যবসায়ী গাঁজা নিয়ে ঢাকার উদ্দেশ্য যাওয়ার আপেক্ষামান যাএী মোঃ নয়ন মিয়া(২৭) পিতাঃ মোঃ মাহতাব মিয়া,গ্রাম দৌলতপুর কাজীবাড়ী,উপজেলা কসবা, জেলা ব্রাক্ষনবাড়ীয়া তার হাতে থাকা শপিং ব্যাগ এর মধ্যে কষ্টটেপ দ্বারা মোড়ানো ২ কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ, যায় মৃল্য (৬০,০০০) টাকা। এ বিষয়ে খাঁটি হাতা হাইওয়ে থানা অফিসার ইনচাজ ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান,, গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে গাঁজা সহ একজনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের মামলায় প্রঐিয়া চলছে। ও সি আকুল চন্দ্র বিশ্বাস আরো বলেন মাদক বিরোধী অভিযান আব্যাহত থাকবে।