প্রিন্ট এর তারিখঃ রবিবার ৫ অক্টোবর, ২০২৫ ২০ আশ্বিন, ১৪৩২ ১২ রবিউস সানি, ১৪৪৭

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের প্রতিবাদে বগুড়ায় মহিলা আওয়ামী লীগের মানববন্ধন । সারা দেশে বিএনপি-জামাতের নারী ও শিশুর উপর আগুন সন্ত্রাস ও নিশংস বর্বরতার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলা কমিটির সভাপতি হেফাজত আরা মীরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি সরকারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি শিউলি বেগম, শিল্পী খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর বেগম, রওশন আরা রেখা, নাজমা, পারভীন, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুম্পা, বিলাসী রানী, শিরীন সুলতানা, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, ছন্দ, প্রচার সম্পাদক শারমিন্দ খান, মানব সম্পদ সম্পাদক হাসনা আক্তার স্মৃতি, মা ও শিশু সম্পাদক স্বপ্না চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক তাহমিনা রেশমি, পৌর সাধারণ সম্পাদক হোসনেয়ারা হাসিসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, আগামী দ্বাদশ নির্বাচন বানচাল করতেই বিএনপি জামাত সারাদেশে নারী ও শিশুর ওপর আগুন সন্ত্রাস ও নিশংস বর্বরতা চালাচ্ছে। বিএনপি জামাত বুঝতে পেরেছে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত তাই তারা সারাদেশে অরাজকতা করছে। শেখ হাসিনার উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিদেশী লোকদের নিয়ে ষড়যন্ত্র করছে। বিএনপি-জামাতের ষড়যন্ত্র সারাদেশের মানুষের সামনে প্রকাশিত হয়ে গেছে। মানুষ বুঝতে পেরেছে, বিএনপি জামাতের অবরোধ সাধারণ মানুষ মানে না। তাই তারা বিভিন্ন রকমের হামলা করছে। বক্তারা আরো বলেন, সারাদেশে সন্ত্রাসী নৈরাজ্য না করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করুন। জনগণ আপনাদের ভাগ্য নির্ধারণ করবে তাদের ভোটের মাধ্যমে। জনগণের জানমালের ক্ষতি করে কখনো ক্ষমতায় আসা যায় না। শেখ হাসিনা উন্নয়নের নেতা, জনগণ উন্নয়নে বিশ্বাস করে, তাই শেখ হাসিনাকে বারবার নির্বাচিত করছে এদেশের সাধারণ মানুষ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম).এম এ,মোবাইল নং- 01717934449 অথবা 01711420076,সহ-সম্পাদক:   ইয়ামিন হাসান-01710524903,বার্তা সম্পাদক: ফারুক হোসেন,সহ-বার্তা সম্পাদক: জাফর ইকবাল রানা।

টি.এল নম্বর: 00078/2026

বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালের পাড়া,সাঘাটা,গাইবান্ধা।

প্রিন্ট করুন