প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

গোদাগাড়ী চর আশারাদহ ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে এক যুবক নিহত

গোদাগাড়ী চর আশারাদহ ইউনিয়নে ঘাস কাটতে গিয়ে বিএসএফের গুলিতে এক যুবক নিহত।  রাজশাহীর গোদাগাড়ীর উপজেলার চর আশারাদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ময়নায় টেক, বাড়ি গনর ৫ – ৬ এস পিলার এর মাঝামাঝি ,৯/১১/২০২৩ আজ দুপুর আনুমানিক ১২ টার দিকে সীমান্ত এলাকার জিরো পয়েন্টে এক যুবক ঘাস কাটার সময় বিএসএফের গুলিতে নিহত হয় নাম: সুমিরুল ইসলাম (১৪)পিতা হাসিবুল, গ্রাম: ময়নায় টেক, বাড়ি গনর ৫ নম্বর ওয়ার্ড গোদাগাড়ী রাজশাহী। স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় আজও গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে বের হয় এরপর ঘাস কাটতে জিরো পয়েন্টের কাছাকাছি বাংলাদেশী বাংলাদেশের ভেতরই থাকে এ সময় বিএসএফ থেকে গুলি করে । এ বিষয়ে স্থানীয় জনো সাধারণ বলেন সীমান্ত এলাকায় আমাদের জমি জায়গা আছে , চাষাবাদের উদ্দেশ্যে আমরা গেলে বিএসএফের অত্যাচারে আমরা ফসল আবাদ করতে পারিনা, এর আগেও এমন অনেক ঘটনা ঘটেছে। চর আশারাদহ ইউনিয়নের চেয়ারম্যান, মনিরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন বাংলাদেশের মধ্যে চারজন ছেলে একসঙ্গে ঘাস কাটতে যায় বাংলাদেশের সীমান্তের মধ্যে তারা ঘাস কাটছিলো এ সময় বিএসএফ তাদের দেখে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে এ সময়ে ঘটনাস্থলে একজন নিহত হয় চেয়ারম্যান বলেন আমি এ ঘটনা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গোদাগাড়ী রাজশাহী প্রতিনিধি মিনাল ইসলাম ০১৭১২৪৮৩৫৩৪ ০৯ নভেম্বর /২০২৩ইং

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন