প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

নওগাঁর মহাদবপুরে মন্দির মসজিদ রাস্তাঘাট শুভ উদ্বোধন ও উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন ..সেলিম উদ্দিন তরফদার এমপি

নওগাঁর মহাদবপুরে মন্দির মসজিদ রাস্তাঘাট শুভ উদ্বোধন ও উন্নয়ন ধরে রাখতে নৌকায় ভোট দিন ..সেলিম উদ্দিন তরফদার এমপি?  নওগাঁর মহাদেবপুরে মন্দির মসজিদ রাস্তাঘাটের উন্নয়ন ধরে রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দিন ! মহাদেবপুর বদলগাছিতে উন্নয়নে ভরেগেছে এই উন্নয়নে সরকার, শেখ হাসিনার দরকার। সংসদ সদস্য ৪৮ নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন স্কুল কলেজ মন্দির মাদ্রাসাসহ রাস্তাঘাটের যত উন্নয়ন হয়েছে বিগত জোট সরকারের আমলে এত উন্নয়ন চোখে দেখা যায়নি। সাংসদ ছলিম আরে বলেন,শেখ হাসিনা সরকার গ্রামগঞ্জে শতভাগ বিদ্যুতায়নের আওতায় এনেছেন। তিনি দেশের উন্নয়ন ধরে রাখতে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান। তিনি মহাদেবপুর-বদলগাছির বিভিন্ন স্কুল কলেজ মন্দির মাদ্রাসাসহ রাস্তা ঘাটের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার, কামরুল হাসান সোহাগ, অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আহসান হাবীব ভোদন,সদর ইউপি চেয়ারম্যান, সাঈদ হাসান তরফদার শাকিল,যুবলীগ নেতা সাকলাইন মাহমুদ রকিসহ দশটি ইউনিয়নের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগের নেতাকর্মীসহ প্রশাসনের কর্মকর্তারা। নওগাঁ প্রতিনিধিঃ। তারিখ ৯/১১/২৩

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন