প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার ৮ই জুলাই, ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ ১২ই মহর্‌রম, ১৪৪৭

৫৯বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার

৫৯বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার । চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি সীমান্তে অভিযান পরিচালনা করে ২ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে বিজিবি।) রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার সন্ধ্যায় বিজিবি’র একটি টহল দল তেলকুপি হতে কানসাট যাওয়ার রাস্তায় তাদেরকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে বিজিবি টহল দল তাদের দুই জনকে ধাওয়া করে ধরতে সক্ষম হয়। এ সময় বিজিবি তাদের দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল ও ২টি ম্যাগাজিন উদ্ধার করতে সক্ষম হয়। অস্ত্র পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয় শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের হামেদ আলীর ছেলে জামরুল ইসলাম ও একই মহল্লার মৃত জলিলুর রহমানের ছেলে মাজির উদ্দীন। রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি’র) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন,গত ১১ মাসে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্রসহ ৯ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ১২টি দেশী-বিদেশী পিস্তল, ৪৪ রাউন্ড গুলি এবং ১৭ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশন কার্যক্রম বৃদ্ধি করাসহ বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

সম্পাদকঃ মোঃ আনছারুজ্জামান (রেজুয়ান ইসলাম) এম.এ (01711420076 অথবা 01717-934449),প্রকাশক: মো: রাজিবুল করিম রোমিও,বার্তা সম্পাদক: মো: ফারুক হোসাইন,বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ফলিয়া দিগর (বটতলা) বাজার,কামালেরপাড়া,সাঘাটা,গাইবান্ধা।      

প্রিন্ট করুন